অনেকের মতো শুরুর দিকে আমিও Click Through Rate(CTR) নিয়ে চিন্তিত ছিলাম । অথচ ইম্প্রেশন আসতো প্রচুর । আজ সার্চ রেজাল্ট পেজে কিভাবে Click Through Rate (CTR) বাড়ানো যায় তা নিয়ে আলোকপাত করলাম।
SEO তে CTR খুবই গুরুত্বপূর্ণ বিষয়। CTR হলো, গুগল সার্চ থেকে যতগুলো ইম্প্রেশন হয় এবং তার থেকে যতগুলো ক্লিক আসে সেটাই Click Through Rate.
অর্থাৎ, Impression/Click= Click Through Rate
টাইটেল ট্যাগ (Title Tag) অপটিমাইজেশন
- Long tail কিওয়ার্ড ব্যবহার করুন ।
- টাইটেল ট্যাগে সংখ্যা ব্যবহার করুন । যেমন: Top 10, Best 5, 4 Techniques,
- টাইটেলট্যাগে কৈাতূহল উদ্রেক করে এমন গুনবাচক শব্দ (Adjective) ব্যবহার করুন । যেমন: Best, good, complete.
- অনেকসময় নেতিবাচক শব্দ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় । । যেমন: Why should not use these..
- টাইটেলট্যাগে অপ্রয়োজনীয় শব্দ পরিহার করুন ।
মেটা ডেসক্রিপশন (Meta Description) অপ্টিমাইজেশন
টাইটেল ট্যাগ (Title Tag) গেল, এবার আসি Meta Description এ ।
- Meta Description-এঅবশ্যইমূল কিওয়ার্ড বা টপিক ব্যবহার করুন ।
- Meta Description-এ এমন বাক্য ব্যবহার করুন যাতে ক্লিক করতে আগ্রহ তৈরি হয় ।
- অপ্রাসংগিক শব্দ পরিহার করুন ।
আপনার পোস্টের ধরন অনুযায়ী রিভিউ, লিংক, FAQ,ইমেজ, ইত্যাদি Schema Markup ব্যবহার করুন বা Feature Snippet অপটিমাইজ করুন । পোস্টে বুলেট পয়েন্ট রাখুন, প্রশ্নোত্তর (FAQ) ব্যবহার করুন ।
ধন্যবাদ । উপরের স্টেপগুলো অনুসরণ করলে নিশ্চিত ফলাফল পাবেন ।