যেভাবে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করবেন
১. টপিক গুলোর তালিকা প্রস্তুত করুন। কমার্শিয়াল টপিকের বদলে তথ্যমূলক ও শিক্ষামূলক ভিডিও টপিক বেছে নিন।
২.কিওয়ার্ড জেনারেট করতে তিনটি টুল আপনাকে সাহায্য করবে। VidiQ, Tubebuddy এবং Ahref. VidiQ এবং Tubebuddy ব্রাউজার এক্সটেনশন হিসেবে কাজ করবে। ইউটিউব সার্চ ভলিউম দেখার জন্য তেমন টুল নাই। একমাত্র Ahref এ সার্চ ভলিউম দেখতে পাবেন।
এছাড়া ইউটিউব অটোককমপ্লিট থেকেও কিওয়ার্ড আইডিয়া পাবেন।
৩. ইউটিউব ট্রাফিক এনালাইসিসের জন্য ইউটিউবই একমাত্র টুল যেখানে আপনি দেখতে পারবেন Impression, click, watch time ইত্যাদি। এগুলো এনালাইসিস করে আপনার ভিডিওগুলো কতটা পারফর্ম করছে এবং ভবিষ্যতে কোনটা নিয়ে কাজ করবেন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।