এসইও কি এবং এটি মূলত কত ভাগে বিভক্ত এবং কীভাবে কাজ করে

Share the Post

 এসইও (SEO) কি SEO Guides Bangla

পৃথিবীর ৩০ শতাংশ অনলাইন ক্রেতা গুগল সার্চের মাধ্যমে পণ্য কিনছে । এই সংখ্যা বাড়তেই থাকবে।  আগামীর পৃথিবীতে সার্চ ইঞ্জিনের রেজাল্টের ওপরে ভিত্তি করেই কোম্পানির অবস্থান নির্ণয় হবে। তো সেই এসইও (SEO) কি, কেন এবং কিভাবে সেসব নিয়ে এটি একটি পরিপূর্ণ SEO Guides Bangla টিউটোরিয়ালও বলতে পারেন  । এসইও নিয়ে আরো কি কি জানতে চান তা আমাদের কমেন্টবক্সে জানাতে পারেন। 

এসইও (SEO) কি?

অনলাইন ব্যবসার জন্য ই-কমার্স, ড্রপশিপিং বা এফিলিয়েট ওয়েবসাইট  বানিয়েছেন। এখন এটাকে তো গুগল সার্চ পেজে খুঁজে পেতে হবে । গুগলে সার্চ করে প্রথমদিকে পাওয়ার এই মিশনই এসইও বা Search Engine Optimization (SEO) । সার্চ করে শুধু পেলেই হবেনা, সার্চ রেজাল্টের প্রথমদিকে থাকতে হবে । টপ ১০ এ থাকার এই মিশন নিয়েই এসইও বা Search engine optimization করা হয়।  এই ফ্রী কোর্সের নাম “মিশন টপ টেন বাই এসইও” ।  এসইও ডিজিটাল মার্কেটিংএরই একটি গুরুত্বপূর্ণ বিভাগ।    

এসইও এত গুরুত্বপূর্ণ কেন? 

অনলাইন ব্যবসা বা ব্লগিং যারা করছেন তাদের প্রধান উদ্দেশ্য ভিজিটর। ‘উপযুক্ত’ ভিজিটর ছাড়া ওয়েবসাইট/ব্লগ বাতি ছাড়া হেরিকেনের মতো। উপযুক্ত এই জন্য যে, কাস্টমার/ভিজিটর এখানে সার্চ করে ঢুকে থাকেন । সোস্যাল মিডিয়ার মত হারিকেন ধরে ধরে ভিজিটর বা কাস্টমারের কাছে যাইতে হয়না। এখানে যাওয়ার উপযোগী করতে হয় ।সেটাই হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) । যেটা ডিজিটাল মার্কেটিং যুগে সবথেকে অর্গানিক অস্ত্র। আগামীর পৃথিবী অনলাইন মার্কেটিং এর যুগ। ব্যবসায় টিকে থাকতে SEO একটি মোক্ষম উপায় হয়ে দাঁড়াচ্ছে ।Result Driven SEO আপনাকে দিতে পারে সবথেকে বেশি ই-কমার্স ROI.

এসইও (SEO) শিখতে কতদিন লাগে?

শেখাটা কতদিনে শিখতে পারবেন, তা আপনার ওপরে নির্ভর করবে। কেননা এসইও অনেক বড় একটি বিষয়। কমপক্ষে ছয়টা মাস আপনাকে লেগে থাকতে হবে । নিজেই শিখুন তবে একজন মেন্টর, যাকে প্রশ্ন করতে পারবেন আনায়সে এমন কারো তত্ত্বাবধানে থাকুন । আমি নিজেও এভাবে শিখতে না পারলেও কয়েকজনকে শিখিয়েছি । আমাদের এসইও গ্রুপে জয়েন করেও প্রশ্ন করতে পারেন। যদিও কি-ওয়ার্ড রিসার্চ বিষয়ক গ্রুপ, কিন্তু এখন সব বিষয়েই আলাপ পারা যাবে। 

এসইও (SEO) কত প্রকার? এসইও (SEO) মূলত তিনটি ভাগে করতে হয়
  • অন-পেজ এসইও (On-page SEO)
  • অফ-পেজ এসইও (Off Page SEO)
  • টেকনিক্যাল এসইও (Technical SEO)
  • স্থানের ভিত্তিতে SEO আবার তিন প্রকারঃ 
  • লোকাল এসইও
  • গ্লোবাল এসইও
  • ন্যাশনাল এসইও
  • স্বচ্ছতার ভিত্তিতে এসইও পদ্ধতি (SEO Strategy) তিনটিঃ 
  • বৈধ পন্থায় এসইও (White hat SEO)সমন্বিত এসইও  (Grey hat SEO)অবৈধ পন্থায় এসইও (Black hat SEO)
  • আমরা মুলত হোয়াইট হ্যাট এসইও চর্চা করবো। গ্রে হ্যাট ও ব্ল্যাক হ্যাট এসইও যেকোনো সময় ড্রপ করতে পারে। তবু সেটাও শিখে রাখবো একসময়।    

    অন পেজ এসইও সম্পর্কে (On-page SEO Guides Bangla)

    সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্য প্রথমেই দরকার সঠিক SEO কৌশল ও পরিকল্পনা, লাভজনক কিওয়ার্ড রিসার্চ, টার্গেট কাস্টমার ও মার্কেট রিসার্চ, এবং কন্টেন্ট অপ্টিমাইজেশন । এসবই অন-সাইট অপ্টিমাইজেশনের মধ্যে পড়ে।ওয়েবসাইটের জন্য ভাল কন্টেন্ট ও কন্টেটকে এসইও উপযোগী করে তোলাই অন-পেজ এসইও (On-page SEO’র মূল থিম ।যেমন কপি পেস্ট মুক্ত লেখা বা ছবি পরিহার, যতটুকু সম্ভব ক্রিয়েটিভ থাকা আর কি । কম প্রতিযোগিতামূলক ও বেশি সার্চ ভলিউমের কিওয়ার্ড নির্বাচন করা অনপেজ এসইওর প্রথম ধাপ। এরপর পেজের লেখায়, মেটা ইনফোতে, ও ইউআরএলে কিওয়ার্ডের ব্যবহার।  এডভান্সড লেভেলের কিওয়ার্ড রিসার্চ একটা ওয়েবসাইটের প্রথম গুরুুত্বপূর্ণ মিশন।  এরপরেই গুরুত্ব দিতে হবে কন্টেন্টকে। কন্টেন্ট মানসম্মত না হলে ভালো কিওয়ার্ড ব্যবহার করেও ফায়দা নেই। ইউনিক আর্টিকেল, সমৃদ্ধ কন্টেন্ট, ইউজার ফ্রেন্ডলিনেস সাইট আর্কিটেকচার ; এসব যখন ঠিকঠাক হবে তখনই তা কোয়ালিটি কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে। যাতে ইউজার ভালোবাসেন, রোবটও ভালোবাসেন।

    অফ-পেজ এসইও (Of f-pag SEO)

    নিজের সাইটের রিপুটেশন, অথোরিটি ও ট্রাফিক বাড়ানোর  জন্য অন্য সাইট থেকে নিজের সাইটে লিংকিংএর মাধ্যমেই মূলত অফ পেজ এসইও করা হয়।  মোটকথা, নিজের সাইটের বাইরে এসইও সংক্রান্ত যত কাজ, সবই অফ পেজ এসইও।  ভিভিন্ন মাধ্যমের সঙ্গে লিংক বিল্ডিং করা হয়, যেমন- ওয়েবসাইট, সোস্যাল মিডিয়া, ব্লগ, ডিরেকটরি, ইত্যাদি।  বিজ্ঞাপনের মাধ্যমেও অফপেজ সংক্রান্ত প্রমোশনাল ক্যাম্পেইন করে থাকি যেমন ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ,  লিংকডইন, ফেসবুক, ইত্যাদি। 

    টেকনিক্যাল এসইও (Technical SEO Guides) 

    টেকনিক্যাল এসইওতে ডিজাইন পূনর্বিন্যাস, বিভিন্ন ধরনের টেকনিক্যাল এরর, সাইট স্পিড বুস্টিং ও ওয়েবসাইট সক্ষমতা, এগুলো সহ বেশকিছু জরুরি অপটিমাইজেশন টাস্ক আছে যা সাইটের crawl ability বাড়িয়ে দেয় । যা আপনার সার্চ ভিজিবিলিটি ও বিক্রি বাড়িয়ে দিবে কয়েকগুণ।  স্বাভাবিকভাবেই আমরা অনপেজ, অফপেজ, ও টেকনিক্যাল এসইও প্র‍্যাক্টিস করবো সম্পূর্ণ White hat পদ্ধতি অনুসরণ করে।  এই পদ্ধতি সবচেয়ে দীর্ঘস্থায়ী। 


            আরো পড়ুনঃ 


    Local SEO ও Global SEO Guides 

    কোন নির্দিষ্ট এলাকা, টাউন বা শহরের মানুষকে টার্গেট করে ওয়েবসাইটের এসইও করাই লোকাল এসইও ।  সাধারণত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় লোকাল এসইও করা হয়। লোকাল এসইওর প্রয়োজনীয়তা প্রতিদিনই বাড়ছে।  উন্নত দেশগুলোয় লোকাল এসইও ব্যাপকভাবে আবশ্যকীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । এখানে এসইও করে আয় করা খুব কঠিন নয় ।     গ্লোবাল এসইও যেইটা সারাবিশ্বের অনলাইন ব্যবহার কারীকে টার্গেট করে যে এসইও প্লানিং করা হয়।  ইন্টারন্যাশনাল এসইওতে সার্চকারীর সংখ্যাও যেমন বেশি আবার প্রতিযোগিতাও বেশি। এসইও এক্সপার্ট বা কিওয়ার্ড এক্সপার্টরা কম কঠিন ও বেশি ভিজিটরের কিওয়ার্ড খুঁজে বের করে  সেটার ওপরে আর্টিকেল বা কন্টেন্ট লেখেন।  কিওয়ার্ড রিসার্চ এর গোল্ডেন ওয়ে গুলো সহ পিডিএফ পেতে আপনার ইমেইল এড্রেসটি এখানে দিন।       


    যে ধরনের অনলাইন ব্যবসার জন্য এসইও 

    ই-কমার্স বিজনেস (e-commerce) ব্র‍্যান্ডিং (Product/Company Branding) সার্ভিস/বিজনেস সাইট (Service or Business site) ব্লগিং/অ্যাফিলিয়েট মার্কেটিং  (Affiliate/CPA Marketing)ড্রপশিপিং (Dropshipping)

    ইউটিউব (Youtube Video SEO)

    বৈধ পন্থায় এসইও (White Hat SEO Guides Bangla)

    হোয়াইট হ্যাট এসইও করতে চাইলে সমস্ত SEO Strategy এমনভাবে তৈরি করতে হবে যাতে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন আপনাকে ১০০% বৈধ হিসেবে নেয় ।  সম্পূর্ণ অর্গানিক র‍্যাংকিং, অর্গানিক কিওয়ার্ড, বিষয়ের সাথে মিল রেখে ব্যাকলিংক বিল্ডিং, ইত্যাদি। সার্চ ইঞ্জিনকে বিভ্রান্ত না করে সঠিকভাবে কিওয়ার্ড ব্যবহার করা হোয়াইট হ্যাট এসইওর অন্তর্ভুক্ত শর্ত ।   

    অবৈধ পন্থায় এসইও (Black Hat SEO) 

    অপ্রাসঙ্গিক লিংকিং, অযথা কিওয়ার্ড স্টাফিং, দ্রুত ব্যাকলিংক তৈরি, কপি পেস্ট, ইত্যাদি ব্ল্যাক হ্যাট এসইওর আওতাভুক্ত কালো কৌশল।  ব্ল্যাক হ্যাট এসইওর মাধ্যমেও র‍্যাংক হয়, তবে তা ক্ষণস্থায়ী ।   

    ধূসর এসইও  (Grey Hat SEO)

    ধূসর (গ্রে) এসইওর অবস্থান ব্ল্যাক ও হোয়াইট এসইওর মাঝামাঝি। অর্থাৎ দুইটার কোনোটাই ১০০ % না। এই হলো এসইও (SEO) সম্পর্কে বেসিক একটা ধারণা। আমাদের এসইও টিউটোরিয়ালগুলো নিয়মিত চলতে থাকবে। নিয়মিত ব্লগলেটার পেতে এখনি সাবস্ক্রাইব করে রাখুন।এসইও নিয়ে নতুন নতুন প্রশ্ন আসে কি কি আমাদের কমেন্টবক্সে জানাতে পারেন। প্রতিটি মন্তব্যের উত্তর দেবার চেষ্টা করবো।  


     


      

    Leave a Comment