বাংলা ভাষার বাংলাদেশে অনেকগুলো ই-কমার্স উদ্যোক্তা কমিউনিটি গড়ে উঠেছে। এখানে বাছাই করে ফেসবুকে জনপ্রিয় উদ্যোক্তা গ্রুপ গুলো নিয়ে কিছু কথা হলো।
ফেসবুকে জনপ্রিয় ই-কমার্স মানেই সদাই-পাতি বিক্রি না। যেকোনো লাভজনক ব্যবসার অনলাইন সংস্করণই ই-কমার্স। আপনার ব্যবসার কথা ছড়িয়ে দিতে ও নিজের পরিচিতি বাড়াতে ই-কমার্স কমিউনিটির জুড়ি নেই।
- বিভিন্ন ধরনের ই-কমার্স বিজনেস মডেল বুঝতে চাইলে পড়ুন ৬টি ই-কমার্স বিজনেস মডেল ।
তো সেই সুযোগ কাজে লাগাবেন না কেন। তবে প্রচার প্রচারণার আগে অবশ্যই গ্রুপের নীতিমালাগুলো পড়ে নেবেন। প্রত্যেক গ্রুপেরই কিছু কমন নীতি নিয়মমালা থাকে।
মনে রাখবেন, এইসব প্লাটফর্মে টাকা দিয়ে প্রচারণা করছেন না যে, আপনি যেভাবে বিজ্ঞাপন করবেন সেইভাবেই চলতে থাকবে। কৌশল মেনে সক্রিয় থাকলে কমিউনিটির লাখ লাখ সদস্যের অংশ হওয়ায় সুফল পাওয়া যাবে। অন্যথায় স্ক্যামার হিসেবে ব্ল্যাকলিস্টে চলে যেতে পারেন। এখানে ফেসবুকে জনপ্রিয় ১০টি উদ্যোক্তা গ্রুপ নিয়ে আলোচনা করা হলো ।
SEO & Digital Marketing Community (BD)
এই গ্রুপটি মূলত আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্কগ করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকে। যেমন, এসইও, কি-ওয়ার্ড রিসার্চ, সোস্যাল মিডিয়া মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ইত্যাদি।
আহেন ব্যবসা করি গ্রুপ
প্রায় অর্ধলক্ষ সদস্যের এই বিজনেস কমিউনিটিতে যেকোন ধরনের ব্যবসায়িক আদান প্রদান শেয়ার করতে পারেন। যারা ফেসবুকে ব্যবসা করেন, গ্রুপের নীতিমালা মেনে পণ্যের প্রচার করতে পারবেন। তবে সরাসরি দাম উল্লেখ না করে আপনি কেন এটা নিয়ে কাজ করেন সেটি বলবেন।
ই-কমার্স রিভিউজ গ্রুপ
এই গ্রুপটি ই-কমার্স উদ্যোক্তাদের জন্য খুবই হেল্পফুল। বিভিন্ন ই-কমার্সের বিষয়ে আলোচনা বা সমালোচনা করা হয় নির্মোহভাবে। এখানে আপনার ই-কমার্স ব্যবসার ভালো মন্দ অভিজ্ঞতা, মনের কথা, সমস্যা, সম্ভাবনা শেয়ার করতে পারেন। তবে অবশ্যই প্রথমে গ্রুপের নীতিমালাগুলো পড়ে নেবেন।
উদ্যোক্তার হাট-Entrepreneurs Community
“উদ্যোক্তার হাট” ফেসবুকে জনপ্রিয় উদ্যোক্তা গ্রুপ । এখানে উদ্যোক্তাগন একে অন্যের সাথে পরিচিত হতে পারবেন এবং একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। যে সদস্যরা বিজনেস করেন তারা তাদের পেজ এবং পন্য এখানে প্রমোট করতে পারবেন।
অন্যান্য গ্রুপের মতোই এই গ্রুপে কোন প্রকার হেট স্পিচ, রাজনৈতিক আলোচনা/ সমালোচনা, ধর্মীয় মতভেদ মূলক আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। পোস্ট এর ধরন অনুযায়ী “পোস্ট টপিক” লিখতে হবে।
গ্রুপে সরাসরি কোন রকম সেল পোস্ট দেয়া যাবেনা।প্রতি শুক্রবার আমাদের হাটবার, এক্টিভ সদস্যগন শুধুমাত্র হাটবারে সেলপোষ্ট দেবার সুযোগ পাবেন।
চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপ
এই গ্রুপটি একটু অন্যরকম। এই গ্রুপে উদ্যোক্তারা অফলাইন বা অনলাইনে করার জন্য বিভিন্ন ধরনের ব্যবসায়িক কনসেপ্ট শেয়ার করা হয়। এছাড়া উদ্য্যোক্তাদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মশালা বা ওয়ার্কশপ এর আয়োজন করা হয়।
উদ্যোক্তা- স্বনির্ভর বাংলাদেশ
স্বনির্ভর বাংলাদেশ শ্লোগান নিয়ে এই উদ্যোক্তা কমিউনিটির যাত্রা। এই গ্রুপের নীতিমালাগুলো কঠিন না হলেও যা নিয়ম আছে, তাে কঠোরভাবে পালন করতে বলা হয়। এর সদস্য সংখ্যা ২৬ হাজার। গ্রুপে যোগ দিয়ে সবার আগে নিজের পরিচয় এবং কাজ নিয়ে একটি পোস্ট করতে হবে ।
উদ্যোক্তার খোঁজে
এখানে সরাসরি সেল পোস্ট দিতে নিষেধ থাকলেও অনেকেই তা করে। যদিও পোস্টে তার আগে কিছু কথাবার্তা থাকে। গ্রুপের সদস্য সংখ্যা প্রায় দেড় লক্ষ। নিশ্চিন্তে প্রবেশ করতে পারেন এখানে।
তরুণ উদ্যোক্তা
তরুণ উদ্যোক্তা গ্রুপটিতে সদস্য সংখ্যা ছয় লাখের মত হলেও গ্রুপটি ব্যবসায়ীক পোস্টের চাইতে ব্যক্তিগত ও অফটপিক পোস্টই বেশি থাকে। গ্রুপের পোস্টগুলো দেখে লাগে, গ্রুপের মা বাপ নাই। তবে সদস্য সংখ্যা বেশি হওয়ায় কাজেও লাগতে পারে।
Women and e-commerce committee
এটা মূলত নারীদের জন্য । যদিও এসব গ্রুপের নারীদের সাথে অ্যাডমিন ও মডারেটরদের প্রতারণার সংবাদ পাওয়া যায়। কিন্তু সাবধানতা অবলম্বন করে চললে ভালো ফল পাওয়া যেতে আরে। ক্রয় বিক্রয় থেকে শুরু ক’রে, ব্যাংক ও বিভিন্ন চাকরির খবর সহ উদ্যোক্তার পণ্য রিভিউ, অভিজ্ঞতা ও প্রচার প্রচারণা চালানো যায় এই গ্রুপে।
Dropshipping Community Bangladesh
ড্রপশিপারদের পারস্পরিক কমিউনিটি। ৪৮ হাজার সদস্যের বিশাল এই গ্রুপে আপনার ড্রপশিপিং ব্যবসা ও উদ্যোক্তাদের নানা প্রতিবন্ধকতা, টিউটোরিয়াল, পেমেন্ট সলিউশন, ইত্যাদি নিয়ে পরস্পর আলোচনা ও যোগাযোগ করা হয় ।
উদ্যোক্তা মেলা
গ্রুপটিতে ক্রেতা বিক্রেতাদের নিয়ে কাজ করা হয়না। শুধুমাত্র রিটেইলারদের নিয়ে কাজ করা হয় ।